নয়াদিল্লির রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ছবি ও ভিডিও ফের ফেসবুকে ভাইরাল

 বুম বাংলাদেশ (ফেসবুক অথরাইজ ফ্যাক্ট চেকিং প্লাটফরম) নিশ্চিত হয়েছে, গত জুন মাসে নয়াদিল্লির কাঞ্চন কুঞ্জ রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের ছবি এটি।

সামাজিক মাধ্যম ফেসবুকে বেশ কিছু ছবি দিয়ে দাবি করা হচ্ছে, এগুলো সাম্প্রতিক ত্রিপুরায় সাম্প্রদায়িক সহিংসতার ছবি। দেখুন এমন দুটি পোস্ট
গত ২৯ অক্টোবর 'আসমানী আলো' নামের ফেসবুক গ্রুপ থেকে বেশ কিছু ছবি পোস্ট করে দাবি করা হয়, ত্রিপুরায় মুসলিমদের উপর নির্যাতন চলছে। মসজিদসহ ঘরবাড়িতে আগুন দেয়া হচ্ছে। পোস্টের সাথে যুক্ত ছবিগুলোর মধ্যে প্রথম ছবিটিতে দেখা যাচ্ছে, দাঁড়িয়ে থাকা দু'জন ব্যক্তির হাতে অনেকগুলো পুড়ে যাওয়া ধর্মীয় গ্রন্থ। দেখুন সেই পোস্টের স্ক্রিনশট এড করে দেয়া হল






সনাতনী ফ্যাক্ট চেকার যাচাই করে দেখেছে, পোস্টের সাথে যুক্ত প্রথম ছবিটি ত্রিপুরায় চলমান সাম্প্রদায়িক সহিংসতার সাথে সম্পর্কিত নয়। এটি মূলত ২০২১ সালে ভারতে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনার ছবি। প্রথমত, কিওয়ার্ড সার্চ করে ছবিটি টুইটারে একজন ফ্রিল্যান্স সাংবাদিক আসিফ মুজতবার থ্রেডে পাওয়া গেছে। সেই থ্রেডে একাধিক ছবি আপলোড করে তিনি দাবি করেন, ছবিগুলো নয়াদিল্লির কাঞ্চন কুঞ্জ রোহিঙ্গা শরণার্থী শিবিরে আগুন লাগার ছবি, ত্রিপুরার ঘটনার নয়। দেখুন সেই টুইটার পোস্টটি--
এছাড়া আসিফ মুজতবার ইন্সটাগ্রাম আইডিতেও এই একই ছবি চলতি বছরের ১৩ জুন পোস্ট করতে দেখা গেছে। সেখানেও তিনি দাবি করেন ছবিগুলো নয়াদিল্লির কাঞ্চন কুঞ্জ শরণার্থী শিবিরের ছবি। দেখুন সেই ইন্সটাগ্রাম পোস্ট এখানে--
অর্থাৎ গত জুন মাসে ভারতের নয়াদিল্লিতে রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার ছবিকে ত্রিপুরার সহিংসতার খবরের সাথে মিলিয়ে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।
আমাদের অফিসিয়াল পেইজ ঃ- Sanatani Fact Checker | Facebook

Post a Comment

নবীনতর পূর্বতন